ছাতকে নদীপথে যৌথ বাহিনীর অভিযানে ২ জন আটক, ৩ নৌকা জব্দ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৮ জুন ২০২৫, ৩:২২ অপরাহ্ণ

সুনামগঞ্জের ছাতকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে ৩টি বালুভর্তি স্টিলের নৌকা এবং আনুমানিক ৩১০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

শনিবার (২৮ জুন) ভোরে ইসলামপুর ইউনিয়নের এমদাদনগর গ্রামের চৈলতার ঢালা নামক স্থান থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার ফকির নগর গ্রামের মো. আলী হোসেন (৩২) এবং একই জেলার জামালগঞ্জ উপজেলার মমিনপুর গ্রামের মফিজ মিয়া (৪০)।

গোপন সংবাদের ভিত্তিতে ছাতক সেনা ক্যাম্প ও নৌ-পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার আমবাড়ি গ্রামের আরশ আলী (৪০) নামে এক ব্যক্তি পালিয়ে যায় বলে জানা গেছে।

জানা যায়, এই অঞ্চলে অবৈধ বালু উত্তোলন একটি পুরোনো সমস্যা। এর আগে গত ১৯ জুনও একই এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ৯টি বালুভর্তি নৌকাসহ ৭ জনকে আটক করা হয়েছিল।

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে বোমা মেশিন ও ড্রেজার ব্যবহার করে নদী থেকে বালু উত্তোলন করে আসছে, যার ফলে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। প্রশাসন এই অবৈধ কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছে।

নৌ-পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

এই সম্পর্কিত আরও খবর...