ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, জুনেই রোগী ছাড়াল ৫ হাজার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৮ জুন ২০২৫, ৮:২৩ অপরাহ্ণ

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ২৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ১৪১ জনই বরিশাল বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের শনিবার (২৮ জুন) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪১ জনের এবং মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪৮৪ জনে।

শুধু জুন মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ১৩৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ৬৩ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৩১২ জন এবং ঢাকার বাইরে বিভাগীয় হাসপাতালে ৭৫১ জন।

গত ২৪ ঘণ্টায় বরিশালের বাইরে চট্টগ্রামে ৪০ জন, ঢাকার বাইরে ১৮ জন, খুলনায় ৬ জন, ময়মনসিংহে ৬ জন, এবং সিলেটে ৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঢাকার মধ্যে উত্তর সিটি করপোরেশনে ৮ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ৪০ জন রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে ১,১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন এবং মে মাসে ১,৭৭৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হন। মৃত্যুর হিসেবে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন এবং জুন মাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ জনের।

বিশেষজ্ঞরা বর্ষা মৌসুমে আরও সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছেন এবং সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানাচ্ছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh