ময়মনসিংহে সড়ক দুর্ঘটনার লাগাম নেই, মৃত্যুর মিছিল অব্যাহত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৯ জুন ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ণ

ময়মনসিংহের সড়কে মৃত্যুর মিছিল থামছে না। বিশেষ করে ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের ফুলপুর ও তারাকান্দা অংশ এখন দুর্ঘটনার হটস্পট হিসেবে চিহ্নিত। অতিরিক্ত বাঁক, বেপরোয়া গতি, এবং নিয়ন্ত্রণহীন তিন চাকার যানবাহনের দাপট এলাকাটিকে ক্রমশ ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

জেলা প্রশাসনের তথ্যমতে, চলতি মাসেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪১ জন। গত তিন দিনে ফুলপুর ও তারাকান্দায় তিনটি বড় দুর্ঘটনায় নিহত হন ১৩ জন। এলাকাবাসীর অভিযোগ, অতিরিক্ত বাঁক ও চালকদের প্রতিযোগিতামূলক মনোভাব এই দুর্ঘটনার প্রধান কারণ।

আরেকটি বড় সমস্যা হলো তিন চাকার যানবাহনের অবাধ ও অনিয়ন্ত্রিত চলাচল। যাত্রীদের অভিযোগ, লোকাল বাস সার্ভিস না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে এই যানবাহনে চলতে বাধ্য হচ্ছেন তারা।

নিরাপদ সড়ক চাই (নিসচা) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুল কাদের চৌধুরী বলেন, প্রশাসনের দায়িত্বহীনতা এবং সড়কে তিন চাকার দৌরাত্ম্যই দুর্ঘটনার মূল উৎস। তাঁর মতে, সময়মতো নিয়ন্ত্রণ না আনলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

তবে বিআরটিএ ও পুলিশ বলছে, সড়কে শৃঙ্খলা ফেরাতে তারা কাজ করছেন। বিআরটিএ’র মোটরযান পরিদর্শক জহির উদ্দিন বাবুল জানান, জরিমানা করেও সচেতনতা আনা কঠিন। চালক ও যাত্রীদের মানসিকতার পরিবর্তন ছাড়া দুর্ঘটনা রোধ সম্ভব নয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, রুটে যানবাহন ও যাত্রীর চাপ এতটাই বেশি যে পুলিশের সীমিত জনবল দিয়ে তা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই সরকারের অন্যান্য সংস্থাকেও এগিয়ে আসতে হবে।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩৮ জন, আহত হয়েছেন ২০০ জনের বেশি। মামলা হয়েছে ১২৮টি।

নিয়ন্ত্রণহীন যান চলাচল, আইন অমান্য এবং দায়িত্বহীনতার ফলে ময়মনসিংহের সড়কগুলো এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এই পরিস্থিতি থেকে মুক্তি চায় সাধারণ মানুষ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh