ঢাকায় ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৫

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৯ জুন ২০২৫, ১১:২১ পূর্বাহ্ণ

রাজধানী ঢাকার উত্তরা ও কাফরুলে মধ্যরাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন ট্রাকচাপায় এবং দুইজন মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান।

উত্তরা পূর্ব থানার ওসি মো. গোলাম মোস্তফা জানান, শনিবার দিবাগত রাত তিনটার দিকে আজমপুর মোড়ে সড়কে দাঁড়িয়ে থাকা তিন পথচারীর ওপর উঠে যায় একটি ট্রাক। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর তৃতীয় জনও মারা যান। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। ট্রাকটি জব্দ করে মরদেহগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে, একই রাতে কাফরুল থানাধীন বিজয় সরণি লিংরোডে একটি দ্রুতগতির মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে দুই যুবক নিহত হন। কাফরুল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনায় নিহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ও সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থলে থাকা তেজগাঁও থানার এসআই জান্নাতুল ফেরদৌস বাদল জানান, নিহতদের মাথায় হেলমেট ছিল না এবং তাদের পরনে ছিল হাফপ্যান্ট ও গেঞ্জি। দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল ও মাইক্রোবাসটি থানায় হস্তান্তর করা হয়েছে।

উভয় ঘটনায় নিহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh