লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৫

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৯ জুন ২০২৫, ৬:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ::

যুক্তরাজ্যে বসবাসরত বাংলা ভাষাভাষী পাঠক, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীদের অন্যতম আকাঙ্ক্ষিত আয়োজনে পরিণত হওয়া ‘বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৫’ আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্য আয়োজিত এবং ত্রয়োদশবারের মতো এ উৎসবটি Brady Arts & Community Centre 192-196 Hanbury Street, London E1 5HU -এ অনুষ্ঠিত হবে। । আয়োজকরা জানিয়েছেন, রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে রাত ১০টা এবং সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত বইমেলা ও উৎসব সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

প্রতিবারের মতো এবারও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে লেখক, কবি, পাঠক, প্রকাশক এবং শিল্পীরা অংশগ্রহণ করবেন। থাকবে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সেমিনার, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানে যুক্তরাজ্যপ্রবাসী খ্যাতিমান শিল্পীদের পাশাপাশি আমন্ত্রিত অতিথি শিল্পীরাও পরিবেশনা উপস্থাপন করবেন।

আয়োজকদের পক্ষ থেকে জেনারেল সেক্রেটারি উদয় শংকর দুর্জয় জানান, বাংলা, বাঙালি ও বাংলা ভাষার অন্যতম প্রাণকেন্দ্র লন্ডনে আয়োজিত এ সাহিত্য ও সাংস্কৃতিক মিলনমেলা সফল করতে দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা কাম্য। একই সঙ্গে তিনি সবাইকে উৎসবে সপরিবারে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।

এই সম্পর্কিত আরও খবর...