যুক্তরাজ্যে আগমন উপলক্ষে ঢাকাদক্ষিণের বিশিষ্ট মুরব্বি আনোয়ার হোসেনকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক,

  • প্রকাশিত: ৩ জুলাই ২০২৫, ৫:৫০ অপরাহ্ণ

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও এলাকার প্রিয় মুখ জনাব আনোয়ার হোসেনের যুক্তরাজ্যে আগমন উপলক্ষে লন্ডনে এক হৃদয়গ্রাহী সংবর্ধনার আয়োজন করা হয়েছে। গতকাল (৩০ জুন) লন্ডনের একটি অভিজাত হলে ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ দত্তরাইল অ্যালামনাই এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি জনাব তছউর আলী এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান শানু।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি জনাব শামীম আহমেদ, সহ-সভাপতি দেওয়ান নজরুল ইসলাম, সেলিম উদ্দিন চাকলাদার, আজন উদ্দিন, তমিজুর রহমান রঞ্জু, আব্দুল কাদির ও আবুল হাসনাত নাইস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি অ্যাকটিভিস্ট ও সাবেক কাউন্সিলার আমিনুর রশিদ খান, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল কাদির, আতাউর রহমান আংগুর মিয়া, আব্দুল মতিন, কোষাধ্যক্ষ ফরিদ আহমদ, হাফিজ রশিদ খান জুনু, কার্যনির্বাহী সদস্য শামীম আহমেদ, হেলাল আহমেদ, মেজবাহ উদ্দিন আহমেদ, কিশোয়ার আনাম লিটন, রেজওয়ান হোসেন রেজা, লিখন আহমেদ, সাহাব উদ্দিন ও লিমন জামান।

বক্তারা বলেন, “আনোয়ার হোসেন একজন নিরহংকার, মানবিক মূল্যবোধসম্পন্ন ও সমাজসেবামনস্ক মানুষ। তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে ছিলেন এবং আছেন। তাঁর মতো সজ্জন ব্যক্তি এই যুগে বিরল।”

অনুষ্ঠানে আনোয়ার হোসেনকে ফুল ও ক্রেস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত সকলেই তাঁর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লন্ডনে বসবাসরত ঢাকাদক্ষিণের অসংখ্য প্রবাসী, গণ্যমান্য ব্যক্তি ও কমিউনিটি নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে পরিবেশকে উৎসবমুখর করে তোলেন। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে ইংল্যান্ডের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ‘হাওয়া টিভি’।

এই সংবর্ধনা অনুষ্ঠান প্রবাসে বাঙালি কমিউনিটির মধ্যে পারস্পরিক বন্ধন ও শ্রদ্ধাবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh