সব
স্বদেশ বিদেশ ডট কম
গত ২৪ ঘণ্টায় ২১৮টি নমুনা পরীক্ষা করে আট জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৩ দশমিক ৬৭ শতাংশ।
অধিদফতর জানিয়েছে, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২২ জনের। এর মধ্যে এই বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩ জনের।
এছাড়া ২০২০ সালের ৮ মার্চ থেকে শনাক্ত হয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৬২ জন, এর মধ্যে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত শনাক্ত ৬১৭ জন।
Developed by:
Helpline : +88 01712 88 65 03