এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারীদের বিক্ষোভ ও কর্মবিরতি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩ জুলাই ২০২৫, ৬:০২ অপরাহ্ণ

সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে কর্মচারীরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে হাসপাতালের কয়েকশ কর্মচারী বিক্ষোভ ও কর্মবিরতি পালন শুরু করেন। বেলা সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন কর্মচারীরা।

কর্মচারীরা জানান, আমরা কর্তৃপক্ষের কাছে পে-স্কেল অনুযায়ী বেতন কাঠামো বাস্তবায়ন, যেসব কর্মচারী কোভিড, ডেঙ্গু, রানা প্লাজা ধস ও বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়েছে তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং প্রতি মাসের বেতন ৫ তারিখের মধ্যে প্রদানসহ কর্মচারীদের আত্মীয়-স্বজনদের চিকিৎসার খরচে ৫০ শতাংশ ছাড় দেওয়ার দাবি জানাচ্ছি।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী স্মৃতি বলেন, আমাদের দাবি নিয়ে আমরা এর আগেও কর্মবিরতি পালন করেছি। তখন বলা হয়েছিল জুলাইয়ের আগে মেনে নেবে। কিন্তু এখনো সেগুলো মেনে নেয়নি। আমাদের বেতন বৃদ্ধি করা হয়নি।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক শামস মোহাম্মদ এনাম বলেন, আমরা কর্মচারীদের সঙ্গে দেখা করেছি। তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh