তৌকীরের নতুন নাটকে আবুল হায়াত, ডলি জহুর ও দিলারা জামান

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৫ জুলাই ২০২৫, ৬:৫৭ পূর্বাহ্ণ

অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ একটি নতুন ধারাবাহিক নাটক নির্মাণ করছেন, যার নাম ‘ধূসর প্রজাপতি’। নাটকটিতে অভিনয় করছেন আবুল হায়াত, ডলি জহুর, দিলারা জামান, মীর রাব্বি, সাবরিনা আজাদ, তনুশ্রী দত্তসহ আরও অনেকে।

প্রধান দুই চরিত্রে থাকছেন শ্যামল মাওলা ও আইশা খান। নাটকটি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায়।

তৌকীর আহমেদ বলেন, ‘এটি কেবল একটি নাটক নয়, বরং সময়, সম্পর্ক আর আত্মঅনুসন্ধানের এক নান্দনিক কাহিনী।’

তিনি আরও বলেন, ‘সম্পর্কের টানাপোড়েন, সময়ের বিবর্তনে হারিয়ে যাওয়া অনুভব আর জীবনের ধূসর দিকগুলো নিয়েই গড়ে উঠেছে এই নাটকের গল্প।’

অভিনেতা শ্যামল মাওলা বলেন, ‘গল্প নিয়ে এখনই কিছু বলতে চাই না, দর্শকের জন্য চমক থাকুক।’

অভিনেত্রী আইশা খান বলেন, ‘এই নাটকটির অভিজ্ঞতা একেবারেই আলাদা। তৌকীর ভাইয়ের মত একজন পরিচালকের সঙ্গে কাজ করাটা আমার জন্য সম্মানের। গল্পটা খুব মানবিক, দর্শক হৃদয়ে ছুঁয়ে যাবে বলেই বিশ্বাস।’

নাটকটি খুব শিগগিরই বিটিভিতে প্রচার হবে বলে জানান তৌকীর আহমেদ।

এই সম্পর্কিত আরও খবর...