সিলেটে ৫৭ ক্লাবের অংশগ্রহণে রোটারিয়ানদের টাউন হল মিটিং অনুষ্ঠিত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৫ জুলাই ২০২৫, ১২:১৬ অপরাহ্ণ

সিলেটে রোটারি ইন্টারন্যাশনাল ডি৬৫ এর ৫৭টি ক্লাবের অংশগ্রহণে জোনাল টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকেল ৩টায় সিলেট নগরের দরগাগেইট এলাকাস্থ হোটেল স্টার প্যাসিফিকের হল রুমে এই মিটিং অনুষ্ঠিত হয়।

রোটারিয়ান অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ডি৬৪ ও ডি৬৫ এর কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি ইশতিয়াক জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ডি৬৫ এর ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি এম. আতাউর রহমান পীর।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পাস্ট প্রেসিডেন্ট রেহান উদ্দিন রায়হান এবং গীতা পাঠ করেন পাস্ট প্রেসিডেন্ট অংশুমান ভট্টাচার্য। রোটারিয়ানদের ঐক্যের প্রতীক হিসেবে রোটারি প্রত্যয় পাঠ করেন পাস্ট প্রেসিডেন্ট জেএস আজাদ শিপন। প্রধান অতিথির অনুরোধে কোঅর্ডিনেটর পিপি কামরুজ্জামান চৌধুরী রুম্মান নবনির্বাচিত রিপসা টিমকে সকল রোটারিয়ানদের মধ্যে পরিচয় করিয়ে দেন।

প্রধান অতিথির বক্তব্যে রোটারি ইন্টারন্যাশনাল ডি৬৪ ও ডি৬৫ এর কান্ট্রি কোঅর্ডিনেটর পিডিজি ড. ইশতিয়াক জামান বলেন, ‌’সার্ভিস এভাব সেলফ’ এই আদর্শকে ধারণ করে রোটারিয়ানদের মানবসেবার পথে একযোগে এগিয়ে চলতে হবে। বর্তমানে আমরা রোটারি ইন্টারন্যাশনালের নন-ডিস্ট্রিক্ট হিসেবে কাজ করছি। অথচ আমাদের মধ্য থেকেই কেউ কেউ সংগঠনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক। রোটারি বোর্ড অক্টোবর ২০২৪-এ আমাকে কান্ট্রি কোঅর্ডিনেটর মনোনীত করেছে। চাইলে আমি দায়িত্ব দীর্ঘায়িত করতে পারি, তবে আমার চেষ্টা ডিস্ট্রিক্ট পুনরুদ্ধারের দিকেই।”

বিশেষ অতিথির বক্তব্যে পিডিজি ইঞ্জিনিয়ার এম. এ. লতিফ বলেন, রোটারির প্রকৃত শক্তি হল নৈতিকতা ও মানবসেবার অঙ্গীকার। আমাদের উচিত এই মূল্যবোধকে ধারণ করে সমাজে ইতিবাচক প্রভাব বিস্তার করা।

ডেপুটি কান্ট্রি কো অর্ডিনেটর কর্নেল (অব.) এম. আতাউর রহমান পীর বলেন, রোটারির অভ্যন্তরে কিছু অশুভ শক্তি সক্রিয় রয়েছে। আমাদের উচিত ঐক্য, সততা ও সাহসিকতার মাধ্যমে এসব অপশক্তিকে রুখে দেওয়া।

সভায় ডি-৬৫-এর আওতাধীন ৫৭টি ক্লাবের রোটারিয়ান নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং রোটারির ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন। সভা শেষে বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় রোটারিয়ানরা রোটারির “Service Above Self” মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে দেশের উন্নয়ন ও মানবসেবায় রোটারির ভূমিকা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh