সব
স্বদেশ বিদেশ ডট কম

জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আগে স্থানীয় পর্যায়ে নির্বাচন অপরিহার্য বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, “জাতীয় সংসদ রাষ্ট্র পরিচালনার মেরুদণ্ড। তাই এ নির্বাচনে কোনো বিশৃঙ্খলা চলবে না। তার আগে স্থানীয় নির্বাচন আয়োজন করে পুরো নির্বাচনী ব্যবস্থার বাস্তব পরীক্ষা নেওয়া জরুরি।”
রোববার (৬ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে আশুরা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ।
মুজিবুর রহমান বলেন, “একটি রেলগাড়ির ইঞ্জিনের আগে যেমন বগি থাকে দুর্ঘটনা ঠেকাতে, তেমনি জাতীয় নির্বাচন আগে না করে স্থানীয় নির্বাচন করে পুরো ব্যবস্থা যাচাই করা উচিত।” তিনি মনে করেন, স্থানীয় নির্বাচনে বিতর্ক হলেও জাতীয় রাজনীতিতে তার প্রভাব সীমিত, কিন্তু জাতীয় নির্বাচন বিতর্কিত হলে দেশব্যাপী সংকট তৈরি হয়।
আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, “যারা আগের শাসকদের পদলেহন করেছে, তারা গণতন্ত্রের ধার ধারে না। দেশে আর টেন্ডারবাজি, চাঁদাবাজি বরদাস্ত করা হবে না।”
তিনি প্রস্তাবিত পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি বাস্তবায়ন, নির্বাচনী সংস্কার ও অপরাধীদের বিচারের ওপরও জোর দেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেন, “জুলাই আন্দোলনের মাধ্যমে জনগণ একদা শোষণের হাত থেকে মুক্ত হয়েছিল। কেউ অধিকার নিয়ে ছিনিমিনি খেললে, আবারও জুলাইয়ের উত্তাল সময় ফিরে আসবে।”
সভায় আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট হেলাল উদ্দিন এবং কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য আব্দুল মান্নান।