জাতীয় পার্টি থেকে আনিসুল, রুহুল ও চুন্নুকে অব্যাহতি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৭ জুলাই ২০২৫, ১১:৩১ অপরাহ্ণ

জাতীয় পার্টির (জাপা) শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল হয়েছে। দলের চেয়ারম্যান জি এম কাদের সিনিয়র তিন নেতা—আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার এবং মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দিয়েছেন।

সোমবার (৭ জুলাই) পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ জুন একটি মতবিনিময় সভায় জেলা ও মহানগর কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকরা তিন জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলেন। এরপর ২৮ জুন প্রেসিডিয়াম সদস্যদের বৈঠকে তাদের পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত গৃহীত হয়, যা পার্টির চেয়ারম্যান গঠনতন্ত্র অনুসারে চূড়ান্ত করেন।

অব্যাহতির আগে আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদার এক বিবৃতিতে শামীম হায়দার পাটোয়ারীকে মহাসচিব হিসেবে নিয়োগকে অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং গঠনতন্ত্র লঙ্ঘন বলে মন্তব্য করেন। তারা অভিযোগ করেন, এই সিদ্ধান্ত একটি একক কর্তৃত্ববাদী আচরণের বহিঃপ্রকাশ, যা পার্টির অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে।

প্রসঙ্গত, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে দলের নতুন মহাসচিব হিসেবে ঘোষণা দেওয়ার পরেই এই অভ্যন্তরীণ সংকট প্রকাশ্যে আসে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh