সব
স্বদেশ বিদেশ ডট কম

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের প্রত্যয় ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা স্লোগান তুলেছি—গোলামী নয়, আজাদী-আজাদী। ভারতের গোলামী থেকে মুক্তি পেয়েছি, দিল্লির প্রভাব থেকে বের হয়ে এসেছি। শহীদ আবরার ফাহাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা লড়াই চালিয়ে যাব। নতুন সংবিধান ও বিচার সংস্কার না হওয়া পর্যন্ত এ সংগ্রাম চলবে।”
বুধবার বিকেল সাড়ে ৩টায় কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। বৃষ্টি উপেক্ষা করে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
নাহিদ ইসলাম বলেন, “আবরার ফাহাদ ছিলেন বুয়েটের মেধাবী ছাত্র। বাংলাদেশের পক্ষে কথা বলার অপরাধে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আমরা তার উত্তরসূরী হিসেবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছি। যদি কোনো রাজনৈতিক পক্ষ আবার ভারতীয় আধিপত্যে মাথা নত করতে চায়, আমরা তাদের বিরুদ্ধেও রুখে দাঁড়াবো।”
তিনি আরও জানান, “জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ১৪ জন শহীদ হয়েছিলেন। শহীদ আবরারের মাটিতে দাঁড়িয়ে আমরা দেশের স্বার্থে কথা বলছি, পানি চুক্তির বৈষম্যের প্রতিবাদ করছি।”
পথসভায় আরও বক্তব্য রাখেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ডা. আতিক মুজাহিদ, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডা. মাহমুদা আলম মিতু, মোহাম্মদ আতাউল্লাহ ও মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।
পথসভা শুরুর আগে কুষ্টিয়ার কুমারখালীর রাইডাঙ্গা গ্রামে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন নেতাকর্মীরা। সেখানে ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া বেলা ১১টায় একটি হোটেলে জুলাইয়ের শহীদদের পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় করেন এনসিপির নেতারা।