সব
স্বদেশ বিদেশ ডট কম

দেশে গণতান্ত্রিক ধারার পুনঃপ্রতিষ্ঠা ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ-আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘জাতীয় সমাবেশ’ আয়োজনের লক্ষ্যে বৈঠক করেছে একটি রাজনৈতিক দল। মঙ্গলবার সকালে ঢাকার মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের শীর্ষ নেতারা জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অভ্যুত্থানের মাধ্যমে জনচেতনার যে জাগরণ সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নের জন্য তারা সাত দফা দাবি উপস্থাপন করেছেন।
সাত দফা দাবির মধ্যে রয়েছে— ১. সকল গণহত্যার বিচার, ২. প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ৩. জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, ৪. আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন, ৫. পিআর পদ্ধতিতে (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) জাতীয় নির্বাচন, ৬. প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ, ৭. নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
সভায় উপস্থিত ছিলেন দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধিরা। তাঁরা জাতীয় সমাবেশ সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং সারাদেশে দলীয় কর্মীদের সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
এ সমাবেশের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনমানুষের মৌলিক অধিকার রক্ষার দাবি তুলে ধরা হবে বলে সভায় জানানো হয়।