মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন পোর্টসমাউথের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৮ জুলাই ২০২৫, ৮:১৮ অপরাহ্ণ

মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন পোর্টসমাউথের উদ্যোগে রবিবার (০৬/০৭/২৫) স্থানীয় বাকল‍্যান্ড কমিউনিটি সেন্টারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। পোর্টসমাউথে বসবাসরত মৌলভীবাজারবাসীর মিলন মেলায় পরিণত হয় এই ঈদ পুনর্মিলনী।

মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ এলাহী পাপ্পুর পরিচালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট ইকবাল মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন পোর্টস্মাথের প্রেসিডেন্ট সালিকুর রহমান, সেক্রেটারি আমির হোসেন মিজান, সিলেট ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন বেগ। হবিগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের পক্ষে মাহবুবুল আলম ইমন। এছাড়াও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দরা শুভেচ্ছা বক্তব্য রাখেন।

পরিবার পরিজন নিয়ে আনন্দ উল্লাস মেতে ওঠেন আগত অতিথিবৃন্দ। রানা ও বিথীর মনোমুগ্ধকর গান উপভোগ করেন অতিথিরা। আয়োজক সংগঠনের সভাপতি বলেন আগামীতে আরও বড় পরিসরে মৌলভীবাজার জেলার সবাইকে নিয়ে মেলা করার পরিকল্পনা রয়েছে। এই ধরনের মিলন মেলা ভ্রাতৃত্ব ও পরবর্তী প্রজন্মের মধ্যে বন্ধন আরও সুদৃঢ় দৃঢ় করবে।
রাফেল ড্র র আকর্ষণীয় পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh