সব
স্বদেশ বিদেশ ডট কম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য ভোটের প্রতীক সংখ্যা ৬৯ থেকে বাড়িয়ে ১১৫-তে উন্নীত করছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে নির্বাচন পরিচালনা বিধিমালার সংশোধনী চূড়ান্ত করে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে ইসি সচিবালয়।
নিবন্ধনের অপেক্ষায় থাকা শতাধিক নতুন রাজনৈতিক দলকে মাথায় রেখে এই উদ্যোগ নেয়া হয়েছে। ইসির তালিকাভুক্ত প্রতীক থেকেই দলগুলোকে নির্বাচনী মার্কা বরাদ্দ দেওয়া হয়ে থাকে। নিবন্ধন পেলে দলগুলোর জন্য নির্দিষ্ট প্রতীক সংরক্ষণের নিয়ম রয়েছে।
তবে এবারের প্রস্তাবিত তালিকায় আলোচিত ‘শাপলা’ ও ‘দোয়েল’ প্রতীক রাখা হয়নি। নির্বাচন কমিশনার আব্দুর রহমান বলেন, “এবার ১১৫টি প্রতীক চূড়ান্ত করা হয়েছে। শাপলাকে প্রতীক হিসেবে তফসিলে না রাখার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
উল্লেখ্য, ২০০৮ সালের নির্বাচনে প্রতীকের সংখ্যা ছিল ১৪০। পরে সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য আলাদা প্রতীক নির্ধারণের উদ্যোগে সংখ্যাটি কমিয়ে আনা হয়। ২০১৭ সালের সংশোধনের পর সংসদ নির্বাচনের জন্য বর্তমানে ৬৯টি প্রতীক ব্যবহার হয়ে আসছিল।
ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, নতুন প্রতীক তালিকা যুক্ত করে সংশোধিত বিধিমালা ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে।
নতুন প্রতীকের তালিকা থেকে কিছু উল্লেখযোগ্য প্রতীক: আপেল, আনারস, ঈগল, একতারা, কলম, কলার ছড়ি, কুমির, কুড়াল, গরুর গাড়ি, গোলাপ ফুল, ঘুড়ি, চশমা, চেয়ার, জাহাজ, টেলিভিশন, তরমুজ, ধানের শীষ, নৌকা, ফুটবল, বই, বটগাছ, বাঁশি, বাইসাইকেল, মাইক, মাছ, মোরগ, রকেট, রিকশা, লাউ, লাঙ্গল, সেলাই মেশিন, সিংহ, হাত, হাতি, হারিকেন, হেলিকপ্টার ইত্যাদি।