সিলেটে চা দিতে দেরি হওয়া দোকান কর্মচারী খুন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ৬:৩০ অপরাহ্ণ

সিলেটে চা দিতে দেরি হওয়ায় কাস্টমারের ছুরকাঘাতে খুন হলেন রুমন আহমদ নামের এক হোটেল কর্মচারি।

রোববার (১৩ জুলাই) সকালে নগরের কাজির বাজার কাজির মাছ বাজারের পাশের একটি ছাপড়ি চায়ের দোকানে এই ঘটনা ঘটে। চা দেয়া নিয়ে বাকবিতন্ডার জের ধরে তাকে খুন করা হয়েছে, বলেও জানায় পুলিশ।

নিহত হোটেল কর্মচারী রুমন (২৬), দক্ষিণ সুরমার জালালপুর বাজার এলাকার মৃত তকলিছ আলীর ছেলে। তিনি কাজিরবাজারের মাছবাজার সংলগ্ন একটি নিরু বাবুর চায়ের দোকানে কর্মচারি ছিলেন।

স্থানীয়রা জানান, এদিন সকালে অজ্ঞাত এক কাস্টমার কাজির মাছ বাজারের পাশে অবস্থিত নিরু বাবুর চায়ের দোকানে ঢুকেন চা দিতে বলে। এসময় চা দিতে বিলম্ব হওয়ায় কর্মচারি রুমনের সাথে তর্কে জড়ালে চা দোকানের মালিক ও আশপাশের লোকজন তাদেরকে শান্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। কিছুক্ষণ পর ওই যুবক আরো কয়েকজনকে সাথে নিয়ে হোটেলে ঢুকে ওই কর্মচারীর উপর হামলা চালান। একপর্যায়ে রুমনকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেট কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আমরা আসামিদের ধরতে অভিযান চালাচ্ছি।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh