রাজধানীসহ ছয় বিভাগে বৃষ্টির আভাস, বজায় থাকবে তাপমাত্রা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ১১:০২ পূর্বাহ্ণ

রাজধানী ঢাকা ছাড়াও দেশের ছয়টি বিভাগে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিও হতে পারে। তবে ঝড়ো হাওয়ার সম্ভাবনা না থাকায় দেশের সমুদ্রবন্দর ও নদীবন্দরগুলোতে কোনো সতর্কতা সংকেত জারি করা হয়নি।

সোমবার (১৪ জুলাই) সকালে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে। আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন। একইসঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য সকাল ৬টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

এ সময় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯২ শতাংশ। গতকাল রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh