মিউজিক ভিডিওর মডেল বুবলী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ জুলাই ২০২৫, ৭:৪২ অপরাহ্ণ

একের পর এক নতুন চমক নিয়ে ফিরছেন ঢাকায় সিনেমার এ প্রজন্মের নায়িকা বুবলী । শুধু সিনেমা নয়, গানের ভিডিওতেও ভিন্ন আমেজে ফিরছেন এ তারকা। ‘ময়না’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে দেখা যাবে শবনম বুবলীকে। গানটির ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।

এরই মধ্যে রাজধানীর বিএফডিসিতে কাজটির শুটিংও শেষ হয়েছে। আসিফ ইকবালের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল। আর সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন। কিছুদিনের মধ্যে গানটি গানচিল মিউজিকের ব্যানার থেকে প্রকাশ হবে।

‘ময়না’ দিয়ে গানের ভিডিওর জগতে নতুন যাত্রা শুরু হলেও বড় পর্দায় বুবলীর আরও তিনটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। এগুলো হচ্ছে রাখাল সবুজ পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘সর্দার বাড়ির খেলা’, জাহিদ জুয়েলের পরিচালাতি ‘পিনিক’ ও রাশেদা আক্তারের ‘শাপলা শালুক’।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh