বিদ্যুৎকেন্দ্র সংক্রান্ত সব চুক্তি পর্যালোচনা করা হবে: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ জুলাই ২০২৫, ৩:৩২ অপরাহ্ণ

আওয়ামী লীগ সরকারের আমলে স্বাক্ষরিত বিদ্যুৎকেন্দ্র সংক্রান্ত দেশি-বিদেশি সব চুক্তি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা জানান, বিগত সরকারের সময় স্বাক্ষরিত কিছু পাওয়ার প্ল্যান্টের চুক্তিতে একতরফা ও অসম শর্ত অন্তর্ভুক্ত রয়েছে, যা জনস্বার্থের পরিপন্থী হতে পারে। এসব চুক্তি পুনঃমূল্যায়নের জন্য হাইকোর্টের নির্দেশনা রয়েছে এবং সেই নির্দেশনা অনুযায়ী আইনি সহায়তার অনুমোদনও দেওয়া হয়েছে।

এ সময় তিনি বলেন, “দেশি-বিদেশি সব ধরনের বিদ্যুৎকেন্দ্র চুক্তি পর্যায়ক্রমে খতিয়ে দেখা হবে। কোথাও কোনো অনিয়ম বা অস্বচ্ছতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে।”

খাদ্য মজুদের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, বর্তমানে দেশের খাদ্য মজুদ সন্তোষজনক রয়েছে। কী পরিমাণ এবং কী ধরনের খাদ্যশস্য কেনা হবে, তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি সংগ্রহ করা হয় বোরো ধান, তারপর আমন এবং সর্বনিম্ন আউশ ধান।

তিনি আরও বলেন, “সরকার বাজারে মূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করছে। যাতে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দামে অযৌক্তিক উঠানামা না ঘটে।”

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh