সব
স্বদেশ বিদেশ ডট কম

আগামী আগস্ট থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এই কর্মসূচির আওতায় প্রতিটি পরিবার প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে।
মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ (এফপিএমসি) কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
খাদ্য উপদেষ্টা জানান, এ বছর কর্মসূচিটি ছয় মাস চলবে। প্রথম পর্যায়ে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চার মাস এবং দ্বিতীয় পর্যায়ে ফেব্রুয়ারি ও মার্চ—এই দুই মাস চলবে। তবে ডিসেম্বর ও জানুয়ারিতে কার্যক্রম স্থগিত থাকবে।
তিনি আরও বলেন, বর্তমানে দেশের খাদ্য মজুত সন্তোষজনক হলেও সম্ভাব্য দুর্যোগ এবং বন্যার আশঙ্কায় আগাম প্রস্তুতি হিসেবে ৪ লাখ মেট্রিক টন চাল বিদেশ থেকে আমদানির জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। পাশাপাশি বেসরকারি খাতে ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভাপতি এবং অর্থ মন্ত্রণালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।