ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২১

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ৭:৩৩ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে।আর এই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২১ জন। এর আগের দিন মঙ্গলবার ডেঙ্গুতে কারও মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছিলেন ৩৭৫ জন। এই নিয়ে চলতি মাসের ১৬ দিনে মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৬১০ জন এবং মৃত্যু হয়েছে ১৮ জনের। এর আগের মাস জুনে মৃত্যু হয়েছিল ১৯ জনের এবং আক্রান্ত হয়েছিলেন ৫ হাজার ৯৫১ জন। সব মিলিয়ে এ বছরের জানুযায়ী থেকে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬০ জনের এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৯০৬ জন।

বুধবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১০ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৭ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৭ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৭ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন রোগী রয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ২৮৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ১৪ হাজার ৬০৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এদিকে, বুধবার করোনাবিষয়ক অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন একজন। এর আগের দিন মঙ্গলবারও করোনায় কারও মৃত্যু হয়নি তবে আক্রান্ত হয়েছিলেন ৭ জন। এই নিয়ে চলতি বছরে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৭ জনের এবং এই সময়ে মোট আক্রান্ত হয়েছেন ৬৯১ জন।

অধিদফতরের তথ্যমতে, দেশে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ২৩৬ জন। আর মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৬ জনের।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh