গোপালগঞ্জে আজকের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা স্থগিত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ণ

গোপালগঞ্জ জেলায় কারফিউ জারি থাকায় আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা কেবল ওই জেলার জন্য স্থগিত করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বোর্ডের আওতাধীন গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং পরীক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এইচএসসির আজকের ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে ঢাকা বোর্ডের অন্যান্য জেলার পাশাপাশি দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নূরুল হক জানিয়েছেন, গোপালগঞ্জে আজকের আলিম পরীক্ষাও স্থগিত করা হয়েছে। একই সঙ্গে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে গোপালগঞ্জে অনুষ্ঠিতব্য পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh