বৃটেনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রেটার সিলেট উপজেলা ওপেন এইজ ফুটবল টুর্নামেন্ট

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫, ২:২৭ অপরাহ্ণ

বৃটেনে বসবাসরত বাংলাদেশিদের জন্য এক অভূতপূর্ব আয়োজন নিয়ে আসছে স্বনামধন্য প্রবাসী ক্রীড়া সংগঠন সোনালী অতীত ইউকে। সংগঠনটির উদ্যোগে আগামী ২০ জুলাই, রোববার, ডেগেনহামস্থ ববি মোর স্পোর্টস হাব মাঠে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রেটার সিলেট উপজেলা ওপেন এইজ ফুটবল টুর্নামেন্ট

দিনব্যাপী এই টুর্নামেন্টে বৃহত্তর সিলেটের চার জেলার ১৪টি উপজেলা দল তিনটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করবে। প্রতিযোগিতাটি দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের পর আগামী ৩ আগস্ট, রোববার, পূর্ব লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

অংশগ্রহণকারী উপজেলা দলগুলো:

বালাগঞ্জ, বড়লেখা, বিয়ানীবাজার, বিশ্বনাথ, ছাতক, দিরাই, দক্ষিণ সুনামগঞ্জ, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, জগন্নাথপুর, মৌলভীবাজার সদর, নবীগঞ্জ, ওসমানীনগর ও সিলেট সদর।

সংবাদ সম্মেলনে বিস্তারিত ঘোষণা:

গত ১৪ জুলাই, সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের খ্রিস্টান স্ট্রিটস্থ হারকনেস কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তথ্য তুলে ধরেন আয়োজক কমিটির চেয়ারম্যান ও সাবেক তারকা ফুটবলার, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমেদ এবং সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মিয়া গুলজার

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের ট্রেজারার সেলিম উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট সাইস্তা মিয়াআরজ আলী, নির্বাহী সদস্য আব্দুল কাশেম, হাফিজুর রহমান লাকু, ফুয়াদ আহমেদ, জামাল উদ্দিন এবং সিরাজ মিয়া

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, সিনিয়র সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, রেজাউল করিম মৃধা এবং এনাম চৌধুরী

তরুণদের ফুটবলে আগ্রহী করতে সোনালী অতীত ইউকের প্রয়াস:

টুর্নামেন্টটির অন্যতম উদ্দেশ্য হচ্ছে, ফুটবলের স্বর্ণালী অতীতকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং তরুণদের ফুটবলের প্রতি আগ্রহী করে তোলা। আয়োজকেরা জানিয়েছেন, ব্রিটেনে ফুটবলের জাগরণ ফেরাতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এতে প্রবাসী তরুণ ফুটবলারদের ব্যাপক অংশগ্রহণ প্রত্যাশিত।

সোনালী অতীত ইউকের পক্ষ থেকে বৃহত্তর সিলেটের প্রবাসীদের খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh