গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল, শিথিল থাকবে তিন ঘণ্টা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হামলা-সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জেলার ওপর জারি করা কারফিউয়ের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) গোপালগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট কারফিউ বাড়িয়ে নতুন সময়সূচি জানিয়ে একটি নোটিশ জারি করেন। নোটিশে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ জেলায় আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হলো। তবে আগামীকাল (শুক্রবার) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।’

এর আগে, বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ২২ ঘণ্টার কারফিউ জারি করেছিল প্রশাসন।

প্রসঙ্গত, গোপালগঞ্জে এনসিপির সমাবেশ চলাকালে সহিংস পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। কারফিউ জারির ফলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh