সমাবেশে আসার পথে উপজেলা জামায়াত আমিরের মৃত্যু

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ণ

ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক জামায়াত নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই কর্মী, যারা প্রাথমিক চিকিৎসা নিয়ে ঢাকায় সমাবেশে চলে গেছেন।

শনিবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শুরুর অংশে ভাঙ্গা পৌরসভার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামায়াত নেতার নাম মো. আবু সাঈদ (৫৫)। তিনি খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির ছিলেন।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানায়, খুলনা থেকে জামায়াতের জাতীয় সমাবেশে অংশ নিতে ২০টি যাত্রীবাহী বাসে করে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে ভাঙ্গা পৌরসভার সামনে এক চায়ের দোকানে যাত্রা বিরতি করেন তারা। বিরতি শেষে বাসগুলো পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করলে পেছন থেকে একটি অজ্ঞাত যান একটি বাসে ধাক্কা দেয়। এতে বাসটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই আবু সাঈদের মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, নিহত নেতা বহরের তৃতীয় বাসে ছিলেন। হঠাৎ পেছন দিক থেকে আসা একটি বেপরোয়া যান ধাক্কা দিলে ওই বাসটি সামনের দুটি বাসের ওপর উঠে যায়। এতে পেছনের অংশে অবস্থান করা আবু সাঈদ ঘটনাস্থলেই প্রাণ হারান।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর জামায়াতের বহরের বাকি সদস্যরা ঢাকার উদ্দেশে যাত্রা অব্যাহত রাখেন। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh