রুপার্ট মারডক ও ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫, ৬:৪২ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যৌন অপরাধী জেফরি এপস্টেইনের জন্মদিনে ‘অশ্লীল শুভেচ্ছা বার্তা’ পাঠানোর ভুয়া প্রতিবেদন প্রকাশের অভিযোগে ওয়াল স্ট্রিট জার্নালের মূল কোম্পানি ডাও জোনস, মালিক রুপার্ট মারডক ও দুই সাংবাদিকের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা করেছেন।

শুক্রবার (১৮ জুলাই) মিয়ামিতে দায়ের করা মামলায় ট্রাম্প অভিযোগ করেন, ২০০৩ সালে তার নামে এপস্টেইনের কাছে একটি অশালীন নোট পাঠানোর তথ্য ছেপে পত্রিকাটি তাকে অপমান করেছে এবং আইনগত সীমা লঙ্ঘন করেছে।

ট্রাম্প সামাজিক মাধ্যমে বলেন, “আমরা মিথ্যা, মানহানিকর ও ভুয়া নিউজ আর্টিকেল প্রকাশের দায়ে ওয়াল স্ট্রিট জার্নাল ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেছি।” তিনি আরও জানান, প্রতিবেদন প্রকাশের আগেই মারডক ও পত্রিকাটিকে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছিল।

ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে দাবি করে, একটি চিঠিতে ট্রাম্পের নাম, একজন নগ্ন নারীর হাতে আঁকা ছবি ও কাল্পনিক কথোপকথনের মত লেখা ছিল—যা তৃতীয় কেউ টাইপ করেছে বলে অনুমান। তবে ট্রাম্প স্পষ্টভাবে অস্বীকার করে বলেছেন, “এগুলো আমার লেখা নয়, আমার কথাও নয়, আমি ছবিও আঁকি না।”

এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টেইনের বিরুদ্ধে গ্রান্ড জুরির কাছে থাকা যৌন পাচার সংক্রান্ত তথ্য জনস্বার্থে প্রকাশের অনুমতির জন্য নিউইয়র্কের এক বিচারকের কাছে আবেদন করেছে। একইসঙ্গে গিসলেইন ম্যাক্সওয়েলের মামলার নথি প্রকাশের আবেদনও জানানো হয়েছে।

কংগ্রেসেও বিষয়টি নিয়ে চাপ বাড়ছে। রিপাবলিকান মারজরি টেইলর গ্রিনি এবং ডেমোক্র্যাট আলেক্সান্দ্রিয়া ওকাসিও-করটেজ যৌথভাবে এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট দলিলাদি প্রকাশে একটি পিটিশনের জন্য প্রচেষ্টা চালাচ্ছেন।

তথ্যসূত্র : বিবিসি

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh