সব
স্বদেশ বিদেশ ডট কম

বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মজুমদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাব গভীর শোক প্রকাশ করেছে। তিনি ছিলেন বৃটিশ-বাংলা টাইমস (বিবিটি) অনলাইন সংবাদমাধ্যমের নির্বাহী সম্পাদক সাইফ রিজভীর পিতা।
এক শোকবার্তায় প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃবৃন্দ মহান সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করেন, যাতে শোকাহত পরিবার এই শোক বহন করার শক্তি লাভ করে।
উল্লেখ্য, আলহাজ্ব হাবিবুর রহমান মজুমদার ১৬ জুলাই (মঙ্গলবার) বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে কুমিল্লা মহিলা কলেজ রোডের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সাইফ রিজভী দেশে পৌঁছার পর ১৮ জুলাই শুক্রবার বাদ আসর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং তাঁকে কুমিল্লা জেলার নলকুড়ি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পিতার রুহের মাগফিরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন সাইফ রিজভী।