মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত: জানালেন তথ্য উপদেষ্টা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২২ জুলাই ২০২৫, ৮:৪০ পূর্বাহ্ণ

আজ মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

গতকাল সোমবার মধ্যরাতে ফেসবুক পোস্টে তিনি জানান, শিক্ষা উপদেষ্টার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে এবং সেখানেই মঙ্গলবারের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।

পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষা উপদেষ্টা বিষয়টি তথ্য উপদেষ্টাকে নিশ্চিত করেছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh