সুস্থ হয়ে বাসায় ফিরলেন শিল্পী ফরিদা পারভীন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২২ জুলাই ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ণ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীন। ছড়িয়েছিল মৃত্যুর গুজবও। অবশেষে তিনি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

সোমবার (২১ ‍জুলাই) রাত সাড়ে ১১টায় পরিবারের সদস্যদের সঙ্গে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনি বাসায় ফিরেন।

ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

চিকিৎসক জানান, গত ৫ জুলাই রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তীব্র শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন এই গুণী শিল্পী। দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছেন তিনি। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস নিতে হয় তার। সেইসাথে রক্তে সংক্রমণ, নিউমোনিয়া, ডায়াবেটিসসহ একাধিক শারীরিক জটিলতা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছিলেন।

কিডনি রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা রানা মোকাররম হোসেন এবং ক্রিটিকাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আব্দুল হান্নানসহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে চিকিৎসা নিচ্ছিলেন লালন সম্রাজ্ঞী।

এর আগে ফরিদা পারভীনের সুস্থতার জন্য ইউনিভার্সেল হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞদের সমন্বয়ে একাধিক মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ডগুলো নির্দেশনায় এই শিল্পীর চিকিৎসা করা হয় এবং তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh