সব
স্বদেশ বিদেশ ডট কম

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী আব্দুল মুসাব্বির মাকিন (১৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়। মাকিনের শরীরের ৭০ শতাংশ ও শ্বাসনালী দগ্ধ হয়েছিল।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, মারাত্মক দগ্ধ অবস্থায় তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে সব প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। মাকিন গাজীপুর সদরের বড়বাড়ি এলাকার বাসিন্দা মো. মহসিনের ছোট ছেলে এবং মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এর আগে সকালেই মারা যায় তাসমিন আফরোজ আয়মান (১০) নামের আরেক দগ্ধ শিক্ষার্থী। তাদের মৃত্যুতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মৃতের সংখ্যা দাঁড়াল ১৫ জনে। বিমান দুর্ঘটনায় মোট প্রাণহানির সংখ্যা বেড়ে এখন ৩৩।
উল্লেখ্য, ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযানে অংশ নেয় বিভিন্ন বাহিনী। রাত পর্যন্ত চলা অভিযানে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। নিহতদের মধ্যে ছিলেন বিমানটির পাইলট তৌকির ইসলামও। পরে চিকিৎসাধীন আরও অনেকের মৃত্যুর পর সরকারি হিসেবে মৃতের সংখ্যা বেড়ে যায়।
এই দুর্ঘটনায় ২২ জুলাই একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।