সাকিবকে আগে দেশে আসতে হবে: বুলবুল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ৭:১৯ অপরাহ্ণ

সাকিব আল হাসান দেশের জার্সিতে খেলবেন কিনা সেটা এখনও আলোচনার বিষয়। রাজনৈতিক কারণে দেশের বাইরেই রয়েছেন তিনি। হত্যা ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে মামলাও রয়েছে। সবমিলিয়ে তার দেশে ফেরার সম্ভবনা ক্ষীণই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবি থেকে বলা হয়েছিল সাকিবের জন্য দরজা খোলাই আছে। এতদিন সাকিবের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কিছু না বললেও এবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানালেন, সাকিবকে জাতীয় দলে ফিরতে হলে আগে দেশে আসতে হবে। একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বুলবুল বলেছেন, ‘সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটার, সে সব ফরম্যাটে রিটায়ার্ড করেনি, তাই সে অ্যাভেইলেবল। ক্রিকেটার হিসেবে তাকে দলে আনতে হলে আমি তো পারবো না। সেটার জন্যে সিলেকশন টিম আছে। সিলেকশন টিম যদি মনে করে সাকিবের ফিটনেস ঠিক আছে, তবে সাকিব খেলতে পারে। সাকিব এখন দেশে নাই, যদি দেশে থাকে তখন সিলেক্টররা চিন্তা করতে পারবে। সাকিবকে প্রথমে দেশে আসতে হবে বা দেশে থাকতে হবে, তারপর বিসিবি সেটা নিয়ে চিন্তা করতে পারে।’

গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরির্তনের পর থেকে আর দেশে ফেরেননি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সাংসদ সাকিব। তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। মাঝে দেশের মাটিতে টেস্টকে বিদায় জানাতে চেয়েছিলেন। কিন্তু ‘নিরাপত্তার অভাবে’ সাকিবের সেই ইচ্ছা পূরণ হয়নি। সম্প্রতি তাকে অ্যাওয়ে সিরিজে খেলানোর কথা শোনা গিয়েছিল। কিন্তু এবার বিসিবি সভাপতি ভিন্ন কথাই বললেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh