২৬ দিনে রেমিট্যান্স এলো ১.৯৩ বিলিয়ন ডলার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫, ৭:২২ অপরাহ্ণ

বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স প্রবাহে আবারও চাঙ্গাভাব দেখা দিয়েছে। চলতি জুলাই মাসের প্রথম ২৬ দিনেই দেশে ১ হাজার ৯৩৩ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ প্রবাসী আয় এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৯৭ শতাংশ বেশি।

রবিবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, ২৪ থেকে ২৬ জুলাই—মাত্র তিন দিনেই দেশে এসেছে ১০৬ মিলিয়ন মার্কিন ডলার। এর ফলে ১ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৩ মিলিয়ন ডলার, যেখানে গত বছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৫৫৯ মিলিয়ন ডলার।

বিশ্লেষকরা বলছেন, হুন্ডি কমে আসা, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে বিভিন্ন ব্যাংকের প্রণোদনা ও কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নজরদারির ফলে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক এই প্রবণতা দেখা যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, জুলাই মাস শেষ হওয়ার আগেই রেমিট্যান্স প্রবাহ ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরুদ্ধার ও সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতায় সহায়ক হবে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh