বাংলাদেশে যা পেয়েছি তার তুলনা হয় না : হামজা চৌধুরী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ণ

বাংলাদেশের জার্সিতে প্রথমবার মাঠে নেমেই জনস্রোত ও ভালোবাসায় ভেসে যান হামজা চৌধুরী। শুধু ফুটবল নয়, দেশের মানুষের ভালোবাসাও হৃদয়ে গভীরভাবে নাড়া দিয়েছে এই লেস্টার সিটি মিডফিল্ডারকে।

সম্প্রতি ক্লাব লেস্টার সিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ সফরের স্মৃতি রোমন্থন করেছেন হামজা। বলেছেন, যখন বাংলাদেশে যাই, আমি আমার গ্রামের বাড়িতে ফিরি। সেটা ছিল একেবারে গ্রামীণ পরিবেশ। ছোটবেলায় অনেকটা সময় ওই গ্রামেই কাটিয়েছি।

বাংলাদেশের মানুষের আতিথেয়তা আর উষ্ণ ভালোবাসায় এখনো মুগ্ধ হামজা। তার কথায়, অভ্যর্থনাটা ভাষায় প্রকাশ করার মতো নয়। ছেলেরা এ নিয়ে অনেক কথা বলে, এটা ছিল একেবারে পরাবাস্তব অভিজ্ঞতা। আমি মনে করি না, এমন ভালোবাসা কখনো স্বাভাবিক মনে হতে পারে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh