মতলবে চাঁদাবাজি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ৭:১১ অপরাহ্ণ

চাঁদপুর জেলা বিএনপির সদস্য এবং মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান লস্করকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল হক।

তিনি বলেন, ‘সোমবার স্থানীয় ব্যবসায়ী আহম্মদ উল্লাহ থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজি ও দলবলসহ হত্যার হুমকির অভিযোগ এনে মামলা করেছে। তাকে আজ দুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।’

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির উদ্দিন আহমেদ খান বলেন, ‘মান্নান লস্কর চাঁদপুর জেলা বিএনপি সদস্য, ছেংগারচর পৌর বিএনপির সহ-সভাপতি। এছাড়াও তিনি ছেংগারচর বাজার বনিক সমিতির সভাপতি।’

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবুর রহমান বলেন, ‘অভিযোগের ভিত্তিতে তাকে সোমবার মতলব উত্তর নিজ এলাকা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মতলব উত্তর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।’

সূত্র: ইত্তেফাক

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh