২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ২ সহ শনাক্ত ২৭৮, জুলাই মাসে প্রাণ গেছে ৪১ জনের

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১ আগস্ট ২০২৫, ১২:১২ পূর্বাহ্ণ


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি জুলাই মাসেই মৃত্যু হয়েছে ৪১ জনের, যা এ বছরের মোট মৃত্যুর অর্ধেকের বেশি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেছে আরও ২ জনের।

বৃহস্পতিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৮৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, জানুয়ারিতে মৃত্যু হয়েছে ১০ জনের, ফেব্রুয়ারিতে ৩ জন, মার্চে কোনো মৃত্যু হয়নি, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন এবং জুনে মৃত্যু হয়েছে ১৯ জনের। তবে শুধু জুলাই মাসেই প্রাণ হারিয়েছেন ৪১ জন।

মৃত্যুর পাশাপাশি এই মাসেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও সর্বাধিক ছিল। জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৯৮০ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh