সিরাজের জাদুতে রোমাঞ্চকর টেস্টে ভারতের নাটকীয় জয়

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৪ আগস্ট ২০২৫, ৭:২০ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক ::

হ্যারি ব্রুক ও জো রুট যখন ব্যাট করছিলেন, তখন মনে হচ্ছিল সহজেই ম্যাচ জিতে যাবে ইংল্যান্ড। কিন্তু সেই দৃঢ়তা ভেঙে দিয়ে মোহাম্মদ সিরাজের দুর্দান্ত বোলিংয়ে নাটকীয়ভাবে ম্যাচ নিজেদের করে নেয় ভারত। ক্যানিংটন ওভালে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্টে মাত্র ৬ রানে জয় পায় সফরকারীরা, আর সিরিজ শেষ হয় ২-২ সমতায়।

৩৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড গুটিয়ে যায় ৩৬৭ রানে। দিনের শুরুতে ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামলেও সিরাজ-প্রসিধদের বোলিং তোপে আর মাত্র ২৮ রান যোগ করতেই হারায় শেষ চার উইকেট।

শেষ দিকে ক্রিস ওকস আহত কাঁধে একহাতে ব্যাট হাতে নেমে চেষ্টা করেছিলেন, আর গাস অ্যাটকিনসন এক ছক্কা ও ১৭ রান করে কিছুটা আশা জাগালেও সিরাজের বলেই বোল্ড হয়ে পরিণতি টানেন ম্যাচের।

সিরিজ নির্ধারণী এই ম্যাচে ইংল্যান্ড প্রথম ইনিংসে করে ২৪৭ রান, আর ভারত করে ২২৪ ও ৩৯৬ রান। ইংল্যান্ড জয়ের খুব কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত পারেনি সিরাজের নিয়ন্ত্রিত বোলিং ও ভারতের দৃঢ়তায়।

দিনের শুরুতেই প্রসিধ কৃষ্ণার প্রথম দুই বলে দুটি বাউন্ডারি হাঁকিয়ে আক্রমণাত্মক শুরু করেন ইংলিশ ব্যাটাররা। কিন্তু সিরাজ তৃতীয় ওভারেই জেমি স্মিথকে ক্যাচ দিতে বাধ্য করেন। এরপর এলবিডাব্লিউ হন জেমি ওভারটন, এবং যশ টংকে বোল্ড করেন প্রসিধ।

শেষ ব্যাটার হিসেবে ক্রিস ওকস নামলেও আর রক্ষা হয়নি। ভারতের দুর্দান্ত প্রত্যাবর্তনে ঐতিহাসিক জয়, আর ইংল্যান্ডের আক্ষেপ—মাত্র ৬ রানের ব্যবধানে সিরিজ জয় হাতছাড়া।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh