সব
স্বদেশ বিদেশ ডট কম

নারী বিশ্বকাপের ১৩তম আসর বসছে আগামী ৩০ সেপ্টেম্বর, ভারত-শ্রীলঙ্কায়। তবে আন্তর্জাতিক প্রতিপক্ষের অভাবে প্রস্তুতিতে পিছিয়ে রয়েছে বাংলাদেশ নারী দল। তাই তিন দলের একটি চ্যালেঞ্জ টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম জানান, নারীদের দুটি দল এবং অনূর্ধ্ব-১৫ ছেলেদের একটি দল নিয়ে ১৮ থেকে ২৮ আগস্ট পর্যন্ত বিকেএসপিতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। তিনি বলেন, ‘শক্তিশালী প্রতিপক্ষ না পাওয়ায় আন্তর্জাতিক ম্যাচের ঘাটতি পূরণে আমরা এ উদ্যোগ নিয়েছি।’
বিশ্বকাপকে সামনে রেখে নারী দল এরই মধ্যে কক্সবাজার ও সিলেটে দীর্ঘ ক্যাম্প করেছে। ফাহিমের মতে, ফিটনেস, ফিল্ডিং, বোলিংয়ের পাশাপাশি এবার ব্যাটিংয়েও উন্নতি হয়েছে টাইগ্রেসদের। সম্পূর্ণ দেশীয় কোচিং স্টাফের অধীনে এই উন্নতি এসেছে বলে মন্তব্য তার।
নারী দলের ২০ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে ভারতে যাওয়ার কথা রয়েছে। প্রথম ম্যাচে ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতিরা।