সব
স্বদেশ বিদেশ ডট কম

ফর্মুলা দুধের আগ্রাসী প্রচার এবং সচেতনতার অভাবে দেশে ৪৫ শতাংশ শিশু মায়ের দুধ থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেছেন শিশু বিশেষজ্ঞ চিকিৎসকরা। একইসঙ্গে দিনে দিনে নবজাতকদের জন্য ঝুঁকির মাত্রা বাড়ছে বলেও জানান তারা।
বুধবার (১৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ নিওনেটাল ফোরাম (বিএনএফ) আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে শিশু স্বাস্থ্যের জন্য মায়ের দুধের গুরুত্ব, জনসচেতনতা বৃদ্ধি এবং মায়ের দুধের বিকল্প দুগ্ধ ব্যবহারের আইন সম্পর্কে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় ফর্মুলা দুধের আগ্রাসী প্রচার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং মা-হারা শিশুদের জন্য মানবিক দুধ ব্যাংক গঠনসহ পাঁচটি দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন বিএনএফের মহাসচিব অধ্যাপক ডা. মো. মজিবুর রহমান।
তিনি বলেন, নবজাতক জন্মের পর সবচেয়ে জরুরি প্রয়োজন মায়ের শালদুধ, যা প্রথম ঘণ্টার মধ্যেই শিশুকে খাওয়ানো আবশ্যক। এই দুধে থাকে গুরুত্বপূর্ণ অ্যান্টিবডি, এনজাইম ও জীবন্ত উপাদান— যা শিশুকে ডায়রিয়া, নিউমোনিয়া, কানের ইনফেকশনসহ নানা সংক্রমণ থেকে সুরক্ষা দেয়। এছাড়া দুধে থাকা ডিএইচএ ও এআরএ শিশুর মস্তিষ্ক ও চোখের সঠিক বিকাশ নিশ্চিত করে।
‘একইসঙ্গে এটি শিশুর আবেগীয় নিরাপত্তা ও মায়ের সঙ্গে গভীর সংযোগ তৈরি করে। অর্থনৈতিক দিক দিয়েও বুকের দুধই সবচেয়ে নিরাপদ, কারণ এর জন্য বাড়তি কোনো খরচ হয় না।’