১৩ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৫, ৬:২০ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার একটি সীমান্ত দিয়ে ১৩ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

বৃহস্পতিবার ভোরে উপজেলার চামুচা সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। পরে বিজিবির চাঁনশিকারী বিওপির টহলদল তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন- যশোরের মনিরামপুর থানার হুগলাডাংগা গ্রামের আরশাদ আলী সরদারে ছেলে মো. বিল্লাল হোসেন (৩২), টাঙ্গাইলের ঘাটাইলের ডাকাতিয়া গ্রামের মৃত কাষ্ণরাম বর্মনের ছেলে বিষ্ণুবর্মণ (৩৪), কুমিল্লার লাকসামের এলাইচ গ্রামের হায়াত নবীর ছেলে মো. রবিউল ইসলাম (৩০), খুলনার সোনাডাঙ্গার গোবরচাকা মোল্লাবাড়ি গ্রামের মো. ইদ্রিস শেখের ছেলে পিন্টু শেখ (৩০), রংপুরের কাউনিয়ার চণ্ডিপুর-মহেসা গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৬), লালমনিরহাটের আদিতমারী দুর্গাপুর গ্রামের ইসলা হকের ছেলে টিটু প্রামাণিক (৩০), কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ভেড়ামারা গ্রামের মো. মোয়াজ্জেম হোসেনের ছেলে মো. মেহেদী হাসান মুন্না (২৯), জগশর গ্রামের মো. কামাল হোসেনের ছেলে মো. সেলিম (২৯), দৌলতপুরের ছাতারপাড়ার মৃত সারোয়ার হোসেনের ছেলে মো. রুলাস (৩২), রাজশাহীর বাঘা উপজেলার আতারপাড়া গ্রামের মো. জাকির শেখের ছেলে মেহের আলী (৩২), পঞ্চগড় জেলার তেতুলিয়ার ময়নাগুড়ি গ্রামের মৃত খলিলের ছেলে মো. রহমত (৪০), ময়মনসিংহের গৌরীপুর থানার তেরশিরা গ্রামের মৃত ইশালি শিকদারের ছেলে মো. তহিল উদ্দিন সিকদার (৪০), ঠাকুরগাঁওয়ের হরিপুর থানার মারাধা গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. মোশারফ আলী (২১)। চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আটকরা সবাই বাংলাদেশি নাগরিক বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তারা ২০২৩ থেকে ২০২৫ সালের বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতে প্রবেশ করে। অবৈধ অনুপ্রবেশের জন্য তাদের ভারতীয় পুলিশ গ্রেপ্তার করে। পরে সেখানে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। সাজাভোগ শেষে ভারতীয় পুলিশ তাদের ১১৯ ব্যাটালিয়ন বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ সদস্যরা তাদের চামুচা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার ভোরে ১৯৬/২-এস এর আন্তর্জাতিক সীমান্ত পিলারের ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি তাদের আটক করে। আটকদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে বলেও জানান অধিনায়ক।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh