সিলেটের ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় গ্রেপ্তার ৫

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৫, ৩:০০ অপরাহ্ণ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র থেকে পাথর লুটপাটের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

এর আগে ভোলাগঞ্জ সাদাপাথর থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর (বিএমডি) মহাপরিচালক আনোয়ারুল হাবিব বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ১৫০০ থেকে ২০০০ জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্টের পর থেকে ধলাই নদীর তীরবর্তী সাদাপাথর এলাকায় পাথর চুরির ঘটনা ঘটছে। বিশেষ করে গত দুই সপ্তাহে কোটি কোটি টাকার পাথর লুট হয়েছে। সেই পাথর উদ্ধারে বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত থেকে জেলা প্রশাসন বিশেষ অভিযান শুরু করে, যা এখনো চলছে। ইতোমধ্যে প্রায় এক লাখ ঘনফুট পাথর উদ্ধার করে পুনরায় ধলাই নদীতে প্রতিস্থাপন করা হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh