মানবসেবা একটি ইবাদত : সিলেটে ড আ ফ ম খালিদ

সিলেট ব্যুরো অফিস,

  • প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৫, ৭:৩৬ অপরাহ্ণ

ধর্ম উপদেষ্টা অধ্যাপক মাওলানা ড. আ ফ ম খালিদ খালিদ হোসেন বলেছেন, মানবতার সেবা কেবল একটি কাজ নয়, এটি একটি ইবাদত। খিদমাহ ব্লাড ব্যাংক গত এক দশকে যে নিরলস মানবিক সেবা দিয়েছে, তা সিলেটবাসীসহ সারা দেশের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত। আমি বিশ্বাস করি, এই ‘রক্তবন্ধন’ শুধু রক্তদাতাদের মধ্যে নয়, বরং মানুষের হৃদয়ে ভালোবাসা ও সহমর্মিতার সেতুবন্ধন তৈরি করেছে।

তিনি শুক্রবার সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিলেটের স্বেচ্ছাসেবী সংগঠন খিদমাহ ব্লাড ব্যাংক-এর গৌরবময় এক দশকে পদার্পণ উপলক্ষে আয়োজিত “রক্তবন্ধন-২০২৫” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

এসময় উপদেষ্টা আরও বলেন, রক্তের বিকল্প রক্ত। রক্তদাতাদের ঋণ কোনো কিছুর বিনিময়ে শোধ করা যায় না। তাদের রক্তের বিনিময়ে মুমূর্ষু রোগীর জীবন বাঁচে। পৃথিবীতে যদি মানবতার সবচেয়ে বড় উৎস কেউ খুঁজে বের করতে চায় তাহলে রক্তদান হলো সবচেয়ে বড়। রক্তদানের এ সামাজিক আন্দোলনকে আরও বিস্তৃত করতে হবে। দেশব্যাপী নিরাপদ রক্ত পরিসঞ্চালন নিশ্চিতকরণে আরো জোর দিতে হবে। এই বিষয়ে জনসচেতনতা আরো বৃদ্ধি করতে হবে।

খিদমাহ ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান কফিলের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন খিদমাহর উপদেষ্টা মাওলানা নুরুজ্জামান সাঈদ ও স্বাগত বক্তব্য রাখেন খিদমাহর সেক্রেটারি মাওলানা আবু সাঈদ ইসহাক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, ইবনে সিনা হাসপাতাল সিলেটের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী, খিদমাহর উপদেষ্টা মাওলানা লিসানুল হক শাহরুমী, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, আমানা ট্রাভেলসের সত্ত্বাধিকারী মাওলানা আবুল কালাম আজাদ ও মাওলানা জয়নাল আবেদীন ফাগুরবাড়ী।

রক্তদানের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন মাওলানা শরীফ মুহাম্মদ, তাকওয়া চ্যারিটি ফাউণ্ডেশনের পরিচালক মাওলানা গাজী ইয়াকুব, জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ ও সিয়ানাহ ট্রাস্টের পরিচালক মুফতি জিয়াউর রাহমান।

মিলনমেলা, আলোচনা সভা, নাশীদ পরিবেশনা, সংবর্ধনা প্রদান এবং স্বেচ্ছায় রক্তদান সব মিলিয়ে অনুষ্ঠানটি পরিণত হয় এক অনন্য মানবিক সমাবেশে। বরেণ্য আলেম, জনপ্রিয় নাশীদ শিল্পী ও বিশিষ্ট সমাজসেবীদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে দুই শতাধিকেরও অধিক রক্তদাতা সদস্য, খিদমাহর প্রতিষ্ঠাকালীন সদস্য, সিলেটের সেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন জেলা-উপজেলা শাখাকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও মুজিব জাহান রেডক্রিসেন্ট রক্তদান কেন্দ্রের সহযোগিতায় অনুষ্ঠানস্থলে রেডক্রিসেন্টের ভ্রাম্যমাণ রক্তদান কর্মসূচি পালিত হয়, এতে খিদমাহর দায়িত্বশীল, সদস্য ও শুভাকাক্সক্ষীসহ অর্ধাশতধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জনপ্রিয় নাশীদ শিল্পীদের সুরেলা কণ্ঠে পরিবেশিত নাশীদ মাহফিল দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। পাশাপাশি অতিথি ও ডেলিগেটদের মধ্যে বিশেষ গিফট প্যাক বিতরণ করা হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh