ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্যানেল ঘোষণা শিবিরের

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৫, ২:৪৫ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন, সোমবার (১৮ আগস্ট) দুপুর ১টার দিকে শিবিরের প্রার্থীরা সিনেট ভবনে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাদিক কায়েম। সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হয়েছেন ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান।

শিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা গণমাধ্যমকে জানান, তাদের এই প্যানেলে থাকবে ৪ জন নারী শিক্ষার্থী, ১ জন চাকমা সম্প্রদায়ের প্রতিনিধি, একজন জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী এবং একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী।

এছাড়া ‘মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন ইনকিলাব মঞ্চ’ থেকে যুক্ত হয়েছেন ফাতিমা তাসনীম জুমা।

শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শ্রেণি ও গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই এমন বৈচিত্র্যময় প্যানেল ঘোষণা করা হয়েছে।

তারা আরও দাবি করেছে, আগামী ডাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ে ‘ভিন্নধর্মী ও দায়িত্বশীল নেতৃত্ব’ প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য।

উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। এতে অংশ নিচ্ছে দেশের নানা ছাত্রসংগঠন ও স্বাধীন প্রার্থী।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh