সব
স্বদেশ বিদেশ ডট কম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন কমিশনে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়ে অ্যালেক্স মার্শাল নামে এক বিদেশিকে বাংলাদেশে উড়িয়ে আনা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) ঢাকায় এসেছেন তিনি।
এদিন দুপুরে ঢাকায় পৌঁছেই বাংলাদেশি ক্রিকেটার, কোচ, টিম ম্যানেজমেন্টের পাশাপাশি আকুর বর্তমান কর্মকর্তাদের কয়েক দফায় ওয়ার্কশপ করান মার্শাল।
গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত আইসিসির এসিইউর জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন এই বিদেশি। বিসিবির দুর্নীতিবিরোধী কার্যক্রম তদারকির জন্য এক বছরের জন্য তার সঙ্গে চুক্তি করা হয়েছে।
গত ১০ আগস্টের শেষ বোর্ড সভায় মার্শালকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতিখার রহমান মিঠু বলেন, ‘আমাদের এসিইউ কার্যক্রম পরিচালনার জন্য মার্শালকে নিয়োগ দিয়েছি।’
আইসিসির ইন্টিগ্রিটি ইউনিট বিপিএলও পর্যবেক্ষণ করবে বলে জানান মিঠু। তিনি বলেন, ‘আগেও আইসিসির সঙ্গে কাজ করেছেন মার্শাল। আমরা মনে করি, আমাদের এসিইউকে আরও শক্তিশালী করা দরকার।’
কিন্তু কে এই বিদেশি?
জানা গেছে, যুক্তরাজ্যের নাগরিক অ্যালেক্স মার্শাল দেশটির একজন সাবেক পুলিশ কর্মকর্তা। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির অ্যান্টি করাপশনের সাবেক ম্যানেজার তিনি।
মার্শাল আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটে (আকসু) সাত বছর চাকরি করেছেন। ২০১৭ সালে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়ার পর দুর্নীতির সঙ্গে অ্যান্টি ডোপিং ইউনিটের দায়িত্বেও ছিলেন। পরে সেটি আকসু থেকে আলাদা করা হয়।
সাবেক এই বিট্রিশ পুলিশ কর্মকর্তা ‘পরিবারকে সময় দিতে চান’ জানিয়ে গত বছরের নভেম্বরে আইসিসির চাকরি ছেড়ে দেন। সেই মার্শাল এবার বিসিবির দুর্নীতিবিরোধী কার্যক্রম তদারকির দায়িত্বে।