কোম্পানীগঞ্জের পাথরকাণ্ডে ইউএনও আজিজুন্নাহারের বদলি

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৫, ১২:১৫ অপরাহ্ণ

সাদাপাথর লুটের ঘটনায় উদাসীনতার অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকে বদলি করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর স্বাক্ষরিত আদেশে তাকে ফেঞ্চুগঞ্জ উপজেলায় বদলি করা হয়।

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ এ তথ্য নিশ্চিত করছেন।

কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ এলাকায় সাদাপাথর লুটের ঘটনায় ইউএনও আজিজুন্নাহারের ভূমিকা নিয়ে স্থানীয় ও সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছিল। অভিযোগ ওঠে, লুটপাট বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়া ছাড়াও তিনি লুটপাটে সহযোগিতা করেছেন।

এদিকে কয়েক মাস ধরে সাদাপাথর লুটের ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশ হলেও কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। গত রবিবার ঢাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগসাজশের অভিযোগ আছে। তিনি এ ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন।

পরিস্থিতি বিবেচনা করে পরদিনই আজিজুন্নাহারকে কোম্পানীগঞ্জ থেকে ফেঞ্চুগঞ্জে বদলি করা হয়। তার স্থলাভিষিক্ত হয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম।

এদিকে, একই ঘটনায় সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদকেও বদলি করা হয়েছে। নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক র‌্যাবের আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। তিনি উপসচিব পদমর্যাদায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh