যুক্তরাজ্যে ফটিকছড়ি কমিউনিটি ইউকের বার্ষিক পিকনিক অনুষ্ঠিত

প্রবাস ডেস্ক,

  • প্রকাশিত: ২০ আগস্ট ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ

যুক্তরাজ্যে বসবাসরত ফটিকছড়ি উপজেলার প্রবাসীদের সংগঠন ফটিকছড়ি কমিউনিটি ইউকের উদ্যোগে জমকালো আয়োজনে বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ আগস্ট) পূর্ব লন্ডনের ভ্যালেনটাইন্স পার্কে আয়োজিত এ পিকনিকে বিপুল সংখ্যক ফটিকছড়িবাসীর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের আহবায়ক কমিটির সদস্য আজমল করিম জুয়েল। এরপর স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব শেখ মো. নাসের। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন পিকনিক বাস্তবায়ন কমিটির আহবায়ক সরওয়ার হোসেন।

দিনব্যাপী পিকনিকে শিশুদের মার্বেল দৌড়, বালক-বালিকাদের দৌড়, মহিলাদের মিউজিক্যাল বালিশ খেলা এবং পুরুষদের হাড়িভাঙা প্রতিযোগিতা বিশেষ আকর্ষণ ছিল। খেলাধুলার পাশাপাশি মজাদার খাবার পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিতরা।

পিকনিকের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আহবায়ক সরওয়ার হোসেন, যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন, সদস্য আজমল করিম জুয়েল, সংগঠনের আহ্বায়ক কাজী ফয়েজুল আলম, সদস্য সচিব শেখ মোহাম্মদ নাসের, মীরা বড়ুয়া, ইব্রাহিম জাহান, সৈয়দ রাসেল, আনোয়ার হোসেন, নাছির উদ্দিন, সাইফুল আজম, আলতাফ হোসেন ও মোর্শেদ হাসান।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগির আলম, কাউন্সিলর আকতারুল আলম, ইসহাক চৌধুরী, অনুপম সাহা, শওকত হোসেন প্রমুখ। দিনশেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh