যুক্তরাজ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্যা ইউকের বার্ষিক পিকনিক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক,

  • প্রকাশিত: ২১ আগস্ট ২০২৫, ৯:৪৫ পূর্বাহ্ণ

আনন্দ-উৎসব ও সৌহার্দ্যের এক অনন্য পরিবেশে যুক্তরাজ্যে অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্যা ইউকের বার্ষিক পিকনিক। গত ১৬ আগস্ট শনিবার ওয়েস্ট সাসেক্সের জনপ্রিয় পর্যটনকেন্দ্র বগনার রেজিস সমুদ্র সৈকতে দিনব্যাপী এ আয়োজনটি হয়।

পিকনিক উপলক্ষে সকাল ৯টার মধ্যে লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে সদস্যরা রেডব্রিজ স্টেশনের কার পার্কে সমবেত হন। সেখান থেকে লাক্সারি কোচে যাত্রা শুরু হয়। আয়োজনকে প্রাণবন্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের নেতৃত্বে একটি ‘পিকনিক টিম’ দায়িত্ব পালন করে। সার্বিক সমন্বয়ে ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্যারিস্টার এমকিউ হাসান।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা এস.বি. ফারুক, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান এবং প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার নাজির উদ্দিন চৌধুরী বাবরের উপস্থিতি আয়োজনে বাড়তি মর্যাদা যোগ করে। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি মারুফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাকিব, সহ-সভাপতি নিলুফা ইয়াসমীন হাসান, সিরাজুল বাসিত কামরান চৌধুরীসহ আরও অনেকে।

দিনব্যাপী নানা প্রতিযোগিতা, সংগীতানুষ্ঠান, কবিতা আবৃত্তি, কৌতুক পরিবেশনা, র‍্যাফেল ড্র ও খেলাধুলায় পিকনিক প্রাঙ্গণ ছিল মুখরিত। মহিলাদের ব্লাইন্ডফোল্ড টিপ পরানো, পুরুষদের বিন ব্যাগ রেসসহ বিভিন্ন খেলায় অংশ নেন সদস্যরা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের উপদেষ্টারা।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল সুস্বাদু খাবার পরিবেশন। সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের গরম খাবার, কেক কাটা এবং সমুদ্রের নোনাজলে সাঁতার—সব মিলিয়ে ছিল এক উৎসবমুখর পরিবেশ।

ফেরার পথে কোচে আবারও সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। গানের প্রতিযোগিতা ‘আনতাকসারি’তে দুই দলই নিজেদের জয়ী ঘোষণা করে।

সন্ধ্যায় লন্ডনে ফেরার সময় অংশগ্রহণকারীরা এক বাক্যে মত দেন—২০২৫ সালের এ পিকনিক শুধু একটি সামাজিক অনুষ্ঠান নয়, বরং এটি হয়ে উঠেছে সম্প্রীতি, বন্ধুত্ব ও স্মৃতির উৎসব।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh