বিমানবন্দর এলাকায় যমুনা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৫, ১:৫৬ অপরাহ্ণ

ঢাকার বিমানবন্দর স্টেশন এলাকার অদূরে যাত্রীবাহী যমুনা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। শনিবার সকাল ৮টা ১৭ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে কমলাপুর রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন জানিয়েছেন। তিনি জানান, ঢাকামুখী যমুনা এক্সপ্রেস এপিবিএন কার্যালয়ের বিপরীতে লাইনচ্যুত হয়েছে। ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও আরেকটি লাইনে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে।

রাতে জামালপুরের তারাকান্দি স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেনটির গন্তব্য ঢাকার কমলাপুর স্টেশন। সূচি অনুযায়ী, ঢাকা থেকে বিকাল পৌনে ৫টায় রওনা হয়ে ট্রেনটির তারাকান্দি স্টেশনে পৌঁছার কথা রাত ১১টায়। এরপর রাত ২টায় সেখান থেকে রওনা হয়ে সকাল ৮টায় কমলাপুর স্টেশনে পৌঁছার কথা ছিল।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh