বাসায় ঢুকে যুবদল নেতাকে গলা কেটে হত্যা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৫, ১:৫৭ অপরাহ্ণ

খুলনায় মো. শামীম (৪২) নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা সৈয়দ ঈসা কলেজের পাশে শামীমের বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। শনিবার সকালে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
নিহত শামীম সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফফার শেখের ছেলে। তিনি তালা ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে ডুমুরিয়ার আঠারো মাইল এলাকায় বসবাস করছিলেন এবং স্থানীয়ভাবে কীটনাশকের ব্যবসা করতেন।

তালা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ বলেন, “এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে আমাদের মনে হচ্ছে। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।”

ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, “হত্যার কারণ এখনো নিশ্চিত নয়। তদন্ত চলছে।”

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh