একাত্তরের অমীমাংসিত ইস্যু সমাধানের তাগিদ এনসিপির

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৫, ১২:২৫ অপরাহ্ণ

বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অমীমাংসিত বিষয়গুলো সমাধানের ওপর গুরুত্ব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২৩ আগস্ট) ঢাকার পাকিস্তান হাইকমিশনে সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করে এনসিপির সাত সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশের জনগণের পাকিস্তান সম্পর্কে যে ধারণা রয়েছে, সেটিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। অতীতের শত্রুতার জায়গা থেকে সম্পর্ক এগিয়ে নিতে চাইলে একাত্তরের বিষয়টির সমাধান অপরিহার্য।

তিনি জানান, শিক্ষা, অর্থনীতি ও সংস্কৃতিতে বাংলাদেশ-পাকিস্তান সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। তবে সম্পর্ক উন্নয়নে কোনো পক্ষের ‘বড় ভাই সুলভ’ আচরণ বরদাশত করা হবে না।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী বলেন, বৈঠকে পানি ব্যবস্থাপনা, ওষুধশিল্প, শিক্ষা বিনিময় কর্মসূচি, এমনকি প্রতিরক্ষা খাতেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে কথা হয়েছে। পাকিস্তান জানিয়েছে, তাদের ওষুধ শিল্পের কাঁচামালের মান ভালো, যা বাংলাদেশকেও উপকৃত করতে পারে।

তিনি আরও জানান, মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি, সাংস্কৃতিক বিনিময়, বিশ্ববিদ্যালয় পর্যায়ের এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং প্রতিরক্ষা সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।

একাত্তরের ইস্যুতে পাকিস্তানের অবস্থান কী—জানতে চাইলে নাসিরউদ্দীন পাটওয়ারী বলেন, বিষয়টির দ্রুত সমাধান জরুরি। পাকিস্তান পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এ বিষয়ে প্রস্তুত।

সার্ক প্রসঙ্গে তিনি বলেন, ভারতের কারণে সংস্থাটি বর্তমানে নিষ্ক্রিয়। কীভাবে এটিকে কার্যকর করা যায়, সেদিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

এই সম্পর্কিত আরও খবর...

Developed by: Web Design & IT Company in Bangladesh